Hello All
Ffgr f
gv
অবশ্যই, নিচে একটি অনুপ্রেরণামূলক বড় গল্প দিচ্ছি:
*গল্প: "ছায়ার ভেতর আলো"*
রিফাত ছোট্ট একটা গ্রামে জন্মানো এক ছেলেবন্ধু। বাবা ছিলেন রাজমিস্ত্রি, মা গৃহকর্মী। দিন চলে খুপরি ঘরে, কষ্ট আর সংকোচে। পড়াশোনা করার আগ্রহ ছিল তার, কিন্তু স্কুলে যাওয়ার খরচ ছিল বাবার সামর্থ্যের বাইরে।
তবুও রিফাত হাল ছাড়েনি। দিনের বেলায় বাবার সঙ্গে কাজ করে, রাতে কেরোসিন বাতির নিচে বই পড়তো। পুরোনো কাগজ কুড়িয়ে এনে লিখত, স্কুলের ফেলে দেওয়া বইগুলোই ছিল তার সম্পদ। গ্রামে অনেকে হাসত, বলত “এই ছেলে কিচ্ছু করতে পারবে না!”
কিন্তু একদিন একজন শিক্ষক রিফাতের গল্প শুনে তাকে শহরের এক বৃত্তিমূলক স্কুলে ভর্তি করিয়ে দিলেন। ওখানেই শুরু হয় রিফাতের নতুন জীবন। কঠোর পরিশ্রম আর একাগ্রতায় সে শিক্ষাবৃত্তি পায়, ভালো রেজাল্ট করে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।
আজ রিফাত দেশের নামকরা এক প্রযুক্তি কোম্পানির উদ্যোক্তা। সে এখন সেই গ্রামের গরিব ছাত্রদের জন্য একটা শিক্ষাকেন্দ্র চালায়।
*গল্পের শিক্ষা:*
জীবনে পরিস্থিতি যত কঠিনই হোক, হাল না ছেড়ে পরিশ্রম করলে একদিন সাফল্য আসবেই। ছায়ার ভেতরও আলো খোঁজে নিতে হয়।
বললে অন্য ধরনের গল্পও দিতে পারি (ভালোবাসা, শিক্ষণীয়, সাসপেন্স, শিশুদের জন্য ইত্যাদি)।
